আয়শা সামী কলেজ
AYSHA SAMI COLLEGE
INSTITUTE CODE: 5277 EIIN: 136494
রায়পুরহাট, মধুখালী, ফরিদপুর।Email: ayshasamicollege@gmail.com | Mobile: 01731930799
Web: https://ayshasamicollege.edu.bd/
  ব্রেকিং নিউজ  
Class | Students |
---|---|
HSC-XI(A) | |
HSC-XII(A) |
Grow In The Esteem of Future
‘ বিকশিত হও ভবিষ্যতের জন্য ’
মানব কল্যাণে এগিয়ে যাক, আয়েশা-সামী কলেজ
মোঃ আবু রাসেল
সভাপতি
পরিচালনা পর্ষদ
আয়েশা-সামী কলেজ
"শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"
আয়েশা-সামী কলেজের পরম শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা জননেতা জনাব মোঃ আব্দুর রহমান স্যারের প্রতি কলেজ প্রতিষ্ঠার এমন এক সৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাঁর নামে কলেজ নামকরণের একাংশ, প্রতিষ্ঠাতা মহোদয়ের মমতাময়ী রত্নগর্ভা মা আয়েশা শরীয়তুল্লাহ'র আত্মার মাগফিরাত কামণা ও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কলেজের নামকরণের অন্য অংশ যার নামে তিনি সামী রহমান যিনি প্রতিষ্ঠাতা মহোদয়ের স্নেহের পুত্র, তার সুস্থতা, দীর্ঘায়ু, সমৃদ্ধি কামণা করে শুরু করতে চাই আমার কথা।
মধুমতি, গড়াই, চন্দনা বরাশিয়ার পলি বিধৌত এ মাটির এক কল্যাণের মহা নায়ক জননেতা জনাব আব্দুর রহমান স্যার কলেজটি প্রতিষ্ঠা করেন বহুমাত্রিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যা উন্নত জাতিগঠনে সহায়ক জনগোষ্টি প্রস্তুতের সহায়ক প্রতিষ্ঠানের ভূমিকা পালনে। প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে যাত্রা করে অতি স্বল্প সময়ে সাফল্যের সিঁড়িতে উপনীত হয়েছে। ২০১২ সালে যা ছিল অঙ্কুর আজ তা পূর্ণ, প্রতিষ্ঠাতা মহোদয়ের সাথে আমিও স্বপ্ন দেখি যে এ কলেজ একদিন মহীরুহে পরিণত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে সমাসীন থেকে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব মোঃ আব্দুর রহমান স্যার এর ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা ও অনুপ্রেরণায় সুনামের সারথি হয়েছে প্রতিষ্ঠানটি । অদ্যাবধি সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয়ের দিক-নির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ১৭ জন সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকা, প্রায় ৫০০ জন শিক্ষার্থীর সমন্বয়ে যে প্রাণোচ্ছ্বল পরিবেশ রচনা করতে পেরেছি তাতে অঙ্কুরিত গাছটি আজ ফুলে-ফলে সুশোভিত। এ প্রতিষ্ঠানটি আমি ও আমার সকল শিক্ষক-শিক্ষিকার ধ্যান, গর্ব ও অহংকার। এর উন্নতির জন্য ভাবনা তাই প্রতিনিয়ত। অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে প্রতিনিয়ত নিত্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটিকে সর্ব অঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর জন্য, কারণ এ মাটি আমারও পিতৃপুরুষের অঞ্চল, যেখানে আছে আমারও ঋন। আর এ লক্ষ্য অর্জনে সকাল থেকে রাত অবধি সকল শিক্ষককে নিয়ে আমার প্রচেষ্টা প্রতিদিন অন্তহীন। ইতোমধ্যে সে প্রচেষ্ঠায় আমরা বেশ কিছু দূর এগিয়েছি। এইসএসসি পরীক্ষায় আমার প্রতিষ্ঠানের শিক্ষাথীরা উপজেলায় শতকরা পাশের হারে ২য় স্থান অর্জন করেছে।
এ প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের উন্নত পাঠদান নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকি,প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতেই পুরো বছরের শিক্ষা কার্যক্রম নির্দেশিকা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একাডেমিক পরিকল্পনা তুলে হিসেবে তুলে দিই। পঠন- পাঠন প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে বছরব্যাপী আমরা প্রতিমাসে একটি মাসিক পরীক্ষা, ৬ মাসে অর্ধ বার্ষিক পরীক্ষা এবং পরবর্তী ৬ মাস পর বার্ষিক পরীক্ষার ব্যবস্থা রেখেছি। পরীক্ষার মূল্যায়ণে চিহ্নিত দূর্বল শিক্ষার্থীর জন্য তাকে দ্রুত pull- up করার ব্যবস্থা করা হয় প্রয়োজনীয় এক্সট্রা ক্লাস ও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে। এছাড়া প্রতিদিন ক্লাসে Daily Class Test,ও HW পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া যাচাই করা হয়। পাবলিক পরীক্ষার্থীদের উচ্চতর প্রস্তুতির জন্য ইউনিট ভিত্তিক ছোট ছোট পরীক্ষা নেয়া হয়। পরবর্তীতে Pre- Test ও Test পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। গাইড শিক্ষক পদ্ধতিতে সকল শিক্ষার্থীকে গাইড শিক্ষক দেয়া হয় ও হোম ভিজিট করানো হয়। প্রতিটি পরীক্ষা শেষে অভিভাবকদের উপস্থিতিতে উত্তরপত্র দেখানো হয় ও রেজাল্ট কার্ড বিতরণ করা হয়। আর এ নিবিড় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা চূড়ান্ত সফলতা অর্জন করে। এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া প্রত্যেকটি শিক্ষার্থীর যোগ্যতা উন্নয়ন ও মেধা বিকশিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সার্বক্ষনিক প্রচেষ্ঠা ভালো মানুষ গড়ার পাশাপাশি তাদের সর্বোন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।
আমার এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখান থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে পরবর্তীতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যায়ন করবে এ স্বপ্ন ও লক্ষ নিয়ে আমরা এগিয়ে চলি। আমরা আমাদের শিক্ষার্থীদের উন্নত লেখাপড়ার পাশাপাশি যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর, আর এ জন্য কলেজে চালু রয়েছে ৭টি ক্লাবের কার্যক্রম। এরমধ্যে বিতর্ক, আবৃত্তি, বিজ্ঞান অলিম্পিয়াড, স্পোর্টস, আর্ট,নাচ,গান ও কুইজ ক্লাব অন্যতম। ইতোমধ্যে আমার বিজ্ঞান ক্লাব ও কালচারাল ক্লাবের সদস্য শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এ প্রতিষ্ঠানের অন্যতম মূলনীতি নৈতিকতা চর্চায় আমাদের রয়েছে" গার্ল স এন্ড বয়েজ কাউন্সিলিং ক্লাব, এর মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মননশীল মানুষ হিসেবে গড়ে তোলা হয়। বছরব্যাপী এ প্রতিষ্ঠানের নানাবিধ আয়োজন শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। প্যারেড,ডিসপ্লে ও স্কাউটিং, গার্লস গাইড ও কাব এর মধ্যে অন্যতম। এছাড়া বার্ষিক স্পোর্টস, নবীন বরণ,সাইন্স ফেস্টিভ্যাল, বৈশাখী মেলা, ক্লাস পার্টি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উল্লেখযোগ্য। প্রত্যেকটি জাতীয় দিবস আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করি,এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সম্বলিত নানান সংস্কৃতির আয়োজন সম্পর্কে জানতে পারে।
সর্বশেষ প্রতিষ্ঠানটি একাডেমিক, কো-কারিকুলা সহ সার্বিক অঙ্গনের সাফল্য বিবেচনায় এতদঞ্চলে প্রসংশিত হচ্ছে যা আমাকে তৃপ্ত করে। আমার বিশ্বাস এ সফলতা সমূহ এ প্রতিষ্ঠানের প্রতি সকল অভিভাবকদের আস্থার জায়গা আরও বেশি সমুন্নত করবে। সর্বোপরি এ প্রতিষ্ঠানের তিনটি মূলনীতি; মানসম্মত শিক্ষা, সমৃদ্ধ নৈতিকতা, ও সামগ্রিক উন্নয়ন কে সামনে নিয়ে এ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে আধুনিক ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে এবং আধুনিক শিক্ষাবন্ধব ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য চাই সকলের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা। পরম করণাময় সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
সন্তোষ কর্মকার
অধ্যক্ষ, আয়েশা-সামী কলেজ
বিবিএ, এমবিএ(রাবি)

১.টয়লেট সুবিধা আছে কি না ? | YES |
২.বিজ্ঞানাগার আছে কি না ? | YES |
৩.সততা ষ্টোর আছে কি না ? | YES |
৪.সংস্কৃতি চর্চা হয় কি না ? | YES |
৫.খেলা ধুলা চর্চা হয় কি না ? | YES |
৬.সমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ? | YES |
৭.মাল্টি মিডিয়া ব্যবহার/প্রয়োগ প্রতি শ্রেণি-পাঠদান হয় কি না ? | YES |
আয়েশা-সামী কলেজ প্রাঙ্গণ
আয়েশা-সামী কলেজ প্রাঙ্গণ
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD